কুষ্টিয়ায় পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ যুবলীগ নেতা জেড এম সম্রাট আটক । 359 0
কুষ্টিয়ায় পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ যুবলীগ নেতা জেড এম সম্রাট আটক ।
কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাট (৩১) কে বিদেশী পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১২ একটি টিম।
জানা গেছে,গত সোমবার ভোর ৪ টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন বড় আইলচরা এলাকা হতে র্যাব তাকে গ্রেফতার করে। এ সময় র্যাব দ্বীন ইসলাস রাসেল (২৮) নামের আরও একজনকে গ্রেফতার করে।
র্যাব জানায়, সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল কুষ্টিয়া সদর থানাধীন বড় আইলচরা এলাকায় অভিযান চালায়। এসময় র্যাব ৩ টি বিদেশী পিস্তল, ৩ টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুষ্টিয়া সদর রেনউইক কমলাপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে জেড এম সম্রাট ও তার সহযোগী কুষ্টিয়া মজমপুর এলাকার মৃত গোলাম রসুলের ছেলে।